করোনার নতুন ধরন অমিক্রন ছাড়াচ্ছে দ্রুত। করোনা সংক্রমণের আগের দুটি ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণের হার অনেক বেশি। তবে এবার সংক্রমিত ব্যক্তির উপসর্গের তীব্রতা কম বলছেন চিকিৎসক ও গবেষকেরা। তাঁরা বলছেন, করোনার ডেলটা ধরনের জায়গা নিচ্ছে অমিক্রন। এ ধরন শ্বাসযন্ত্রের ওপরের অংশে ছড়ায়, যা তুলনামূলক কম গুরুতর। তবে অমিক্রন বেশির ভাগ মানুষকে অল্প সময়ে দ্রুত সংক্রমিত করবে।
করোনার অমিক্রন ধরনটি দুই মাসের কম সময়ের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা নতুন এ ধরন নিয়ে এখনো গবেষণা করছেন। তবে এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, নতুন বছরের মধ্য জানুয়ারি নাগাদ দেশটিতে দৈনিক ৮০ হাজার নতুন রোগী পাওয়া গেছে, যা এ মহামারির যেকোনো সময়ের চেয়ে তিন গুণ। নতুন করে সংক্রমিত ব্যক্তিদের ৯৯ দশমিক ৫ শতাংশের ক্ষেত্রে দায়ী করোনার অমিক্রন ধরন।