পার্কিং স্পটে পৌঁছেছে জেমস ওয়েব টেলিস্কোপ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ২০:০৪

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে তার মহাজাগতিক পার্কিং স্পটে পৌঁছেছে। এতে মহাবিশ্বের রহস্য উদঘাটনে জেমস ওয়েব তার মিশনের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল। নাসা সোমবার (২৪ জানুয়ারি) এ কথা জানায়।


ইস্টার্ন টাইম দুপুর ২টার (১৯০০ জিএমটি) দিকে অবজারভেটরি ল্যাগ্রাঞ্জ পয়েন্ট  বা এল-২ তে পৌঁছানোর জন্য থ্রাস্টারগুলো ৫ মিনিটের জন্য চালু করে। থ্রাস্টার ওয়েবের গতি ঘণ্টায় ৩.৬ মাইল (সেকেন্ডে ১.৬ মিটার) বাড়িয়ে দেবে, যা ওয়েব টেলিস্কোপটিকে পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে ত্রিমাত্রিক কক্ষপথ ‘হ্যালো’ এল-২ তে স্থাপন করবে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us