দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় যে আনবিক বোমা ফেলা হয়েছিল তার চেয়েও কয়েকশ’ গুণ বেশি শক্তিতে টোঙ্গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
গত ১৫ জানুয়ারি প্রশান্ত মহাসাগরে ডুবে থাকা হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপেই দ্বীপের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামি দ্বীপরাষ্ট্র টোঙ্গায় আছড়ে পরে।
সুনামিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও দেশটির ৮৪ শতাংশ মানুষ সুনামি এবং আগ্নেয় ছাইয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অগ্নুৎপাতের ফলে টোঙ্গার রাজধানী নুকু’আলোফার উত্তরে একটি আগ্নেয় দ্বীপ ‘বিলীন’ হয়ে গেছে বলেও জানিয়েছে নাসা।
হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপেই নামের ওই আগ্নেয় দ্বীপটি আগে দুইটি আলাদা দ্বীপ ছিল। ২০১৫ সালে অগ্ন্যুৎপাতের ফলে মাঝে নতুন ভূমির সৃষ্টি হয়ে দ্বীপ দুটি এক হয়ে যায়।