ভারতের রাজ্যসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বেওয়ারিশ গরুর হামলা

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১৮:৩০

উত্তর প্রদেশে (ইউপি) নিজ বাড়ির উঠানে বসে চা খাচ্ছিলেন ৫৫ বছর বয়সী রাম রাজ। এমন সময় হুট করে এক বেওয়ারিশ গরু এসে তাকে আক্রমণ করে। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায় উঠানে থাকা রাম রাজের নাতি-নাতনিরা। তারা চিৎকার-চেঁচামেচি করলেও গরুর হাত থেকে দাদাকে রক্ষা করতে পারেনি।


সেই বেওয়ারিশ গরুর আক্রমণে ভয়াবহভাবে আহত হন রাজ। হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


এরকম আক্রমণ এখন ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য, উত্তর প্রদেশে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গরু জবাই নিষিদ্ধ করায় গত কয়েক বছরে এ রাজ্যে গরুর সংখ্যা ব্যাপক বেড়ে গেছে। বেওয়ারিশ গরু ও তাদের আক্রমণ ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া রাজ্যসভা নির্বাচনেরও একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us