টেসলার জন্য নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন করতে যাচ্ছে প্যানাসনিক। ২০২৩ সালের প্রথম দিকে এ প্রকল্প শুরু করতে যাচ্ছে জাপানের এই প্রতিষ্ঠানটি। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, এ প্রকল্পে মোট ৭০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্যানাসনিক। তাদের এই পাওয়ার প্যাকটি বৈদ্যুতিক যানবাহনকে গাড়ি চালকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।
প্যানাসনিকের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলা হয়েছে, এ বছরেই লিথিয়াম-আয়ন ব্যাটারির পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে ব্যাপক হারে উৎপাদনের আগেই ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়া যাবে।