আবারও বিধ্বস্ত হলো ভারতের শেয়ারবাজার। গতকাল সোমবার বাজার খোলার পর ভারতীয় শেয়ারবাজারের প্রধান সূচক সেনসেক্স ১ হাজার ৯৫৫ পয়েন্ট পড়ে যায়। নিফটি ৫৯৬ পয়েন্ট খুইয়ে নেমে আসে ১৭ হাজার ৫০-এর নিচে। অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেই (রোববার ছুটি) বাজার থেকে মুছে গেল বিনিয়োগকারীদের ৯ লাখ ১৫ হাজার কোটি রুপির শেয়ার সম্পদ।
আন্তর্জাতিক বাজারে সমস্যার জেরে ভারতের শেয়ারবাজার এ নিয়ে পঞ্চম দিন বিধ্বস্ত হলো। গত সপ্তাহের শেষে বাজার বন্ধের সময় সেনসেক্স ৪২৭ পয়েন্ট নেমে ৫৯ হাজার ৩৭-এ পৌঁছেছিল। ১৩৯ পয়েন্ট পতনের পর নিফটি পৌঁছায় ১৭ হাজার ৬১৭ পয়েন্টে। সব মিলিয়ে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ ৫ লাখ কোটি রুপির বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।