বিশ্বজুড়ে করোনার অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্ট ফের তাণ্ডব চালাচ্ছে। গত দুই বছর ধরে চলা মহামারিতে বিভিন্ন ভ্যারিয়েন্টের ত্রাসকে এতদিন ‘ঢেউ’ বলা হলেও ওমিক্রন তাণ্ডবকে বলা হচ্ছে ‘সুনামি’। সারাবিশ্বেই আগের সব রেকর্ড ভেঙে ফেলছে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। স্বাস্থ্যবিদরা বলছেন, দেশে গত জুন-জুলাই ও আগস্টে ডেল্টা-তাণ্ডব চললেও এবারের ওমিক্রন সেটাকে ছাড়াবে। মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। তবে রোগী বাড়তে থাকলে মৃত্যুও বাড়বে।
ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে রোগী বাড়তে দেখা গেছে। এ কথা স্বীকার করেছে স্বাস্থ্য অধিদফতরও। অধিদফতর বলছে, এভাবে রোগী বাড়তে থাকলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়তে সময় লাগবে না। রোগী বাড়ার কারণে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালকে আবারও কোভিড ডেডিকেটেড করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জানিয়েছে, সেখানেও বাড়ছে রোগীর চাপ।