বলিউড ডিভা আনুশকা শর্মা ও তাঁর স্বামী ক্রিকেটার বিরাট কোহলি আপ্রাণ চেষ্টা করেছিলেন যেন তাঁদের মেয়ে বামিকার ছবি প্রকাশ্যে না আসে। শেষ পর্যন্ত বামিকার ছবি নেটদুনিয়ায় ভাইরাল। এর পরেই পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব আখতারের মন্তব্য, বিয়ে করে বিপথে কোহলি।
শোয়েব আখতারের ওই মন্তব্যে বেজায় চটেছেন আনুশকা শর্মার ভক্তরা। কোহলির মাঠের পারফরম্যান্সকে ইঙ্গিত করে শোয়েবের ওই মন্তব্য ভালোভাবে নেননি নেটজনতার একাংশ। তাঁদের দাবি, শোয়েবের ওই উক্তি ‘স্টুপিড লজিক’ ছাড়া আর কিছু নয়।