রংপুর সিটি বাজার এখন দুর্নীতির স্বর্গরাজ্য বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি বলেন, একটি মহল সিটি করপোরেশন থেকে মাসিক ৯০ টাকা হারে দোকান বরাদ্দ নিয়ে অন্যত্র ২৫ থেকে ৩০ হাজার টাকা ভাড়া দিয়ে থাকেন। নিয়ম বহির্ভূতভাবে এক ব্যক্তি একাধিক দোকান বরাদ্দ নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি। নগরীর সিটি বাজার ব্যবসায়ী সমিতির ৫ দফা দাবি ও সকাল সন্ধ্যা হরতালের স্বপক্ষে মনগড়া তথ্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।