লিভার সিরোসিস কী
লিভার সিরোসিস যকৃৎ বা লিভারের দীর্ঘমেয়াদি একটি রোগ। প্রদাহের কারণে লিভারের কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এ কারণে লিভারের ভেতরের স্বাভাবিক গঠনের পরিবর্তন হয়। এর ভেতরে ফাইব্রোসিস হয়ে লিভার ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় এবং এর কার্যক্ষমতা কমে যায়।
লিভার সিরোসিসের কারণ
বিভিন্ন কারণে লিভার সিরোসিস হতে পারে।
হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস
অ্যালকোহল
কিছু কিছু ওষুধ, যেমন আইএনএইচ ও অ্যামিওড্যারন
অটোইমিউন হেপাটাইটিস