সিরিয়ায় যুক্তরাষ্ট্র–সমর্থিত কুর্দি বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ১২০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাত বেসামরিক নাগরিক রয়েছেন। গতকাল শনিবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে এ সংঘর্ষ চলছে। দেশটির হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে শতাধিক আইএস সদস্যের বিদ্রোহের মধ্য দিয়ে এ সংঘর্ষের সূত্রপাত।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৭ আইএস সদস্য ও ৩৯ কুর্দি যোদ্ধা রয়েছেন। কারারক্ষীরাও রয়েছেন নিহত ব্যক্তিদের তালিকায়। কারাগারের ভেতর ও বাইরে চলা সংঘর্ষে তাঁদের প্রাণহানি ঘটে।