৯৯৯-এর দুই নারী কনস্টেবল পেলেন পিপিএম পদক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১৮:২৪

অসামান্য দক্ষতা ও কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর দুই নারী কনস্টেবল পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম (সেবা)। তারা হলেন-পপি আক্তার ও কাজল রেখা। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের এই পদক পরিয়ে দেন। পিপিএম পদক পুলিশ সদস্যদের জন্য অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ।


৯৯৯ এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, তাদের পদক প্রাপ্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এদিকে সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর বিষয়ে বলেন, ৯৯৯ চালু করার ফলে আজকে পুলিশ বাহিনী দ্রুত মানুষের পাশে দাঁড়াতে পারছে। যে করণে মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আস্থা ও বিশ্বাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us