বর্তমানে সময়টাই যেন স্মার্টফোনের। শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা চোখে পড়ার মতো। অথচ একটা সময় যোগাযোগের জন্য ব্যবহৃত হতো ফিচার ফোন। মোবাইল ফোনের জগতে দীর্ঘ সময় ধরে কাজ করেছে নানা ব্র্যান্ডের ফিচার ফোন। শুধু ডিজাইন রং বা বৈচিত্র্যই নয়, ফিচার ফোন ব্যবহারের রয়েছে নানা সুবিধা। আর এসব সুবিধার কারণে এখনো অনেকে ফিচার ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
স্মার্টফোনের এ যুগে অনেকে আবার দুটি ফোন ব্যবহার করেন যার মধ্যে একটি ফিচার ফোন এবং অন্যটি স্মার্টফোন।
যেসব কারণে ফিচার ফোন এখনো জনপ্রিয়
আসক্ত করে না : সোশ্যাল মিডিয়া আসক্তির এ সময়ে ফিচার ফোনের সবচেয়ে বড় সুবিধা হলো-এটি ব্যবহারকারীকে আসক্ত করে না। ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করা থেকে দূরে রাখবে। অনেক মানুষ আছেন যারা স্মার্টফোনই ব্যবহার করেন না, ফিচার ফোনই একমাত্র তাদের ভরসা।
সস্তায় পাওয়া যায় : বাংলাদেশের বাজারে এখন মাত্র এক হাজার টাকাতেই একটি নতুন ফিচার ফোন কিনতে পাওয়া যায়। শুধু কল করাই একমাত্র কাজ হয়ে থাকে তাহলে কেন এর ১০-২০ গুণ খরচ করে স্মর্টফোন কিনবে। বর্তমানে ফিচার ফোন হাজারের কমেও পাওয়া যাচ্ছে।