সময়টা ১৯৪৫ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। দক্ষিণ চীনের কুনমিং থেকে ১৩ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে সি-৪৬ পরিবহন বিমানটি। তবে গন্তব্যে পৌঁছাতে পারেনি। মাঝ পথেই নিখোঁজ হয়। দিন, মাস, বছর কেটে গেলেও খোঁজ মেলেনি সেই বিমানের। সবাই আশা ছেড়েই দিয়েছিলেন।
সেসময় পুরো বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা চলছে। যে কারণে আরও বেশি নজর এড়িয়ে যায় বিমানটি। যুদ্ধের সময় কয়েকশ বিমান ভারত, মিয়ানমার ও চীনে হারিয়ে গেছে। এর মধ্যে কিছু বিমানকে গুলি করে ধ্বংস করেছে জাপানি সেনারা। আর বাকি বিমানগুলো প্রাকৃতিক দুর্যোগে পড়ে চিরতরে হারিয়ে গেছে।