গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবি করতে গিয়ে দুজনের সঙ্গে পরিচয়। তারপর প্রেম। এরপর বিয়ে গত বছরের ১৭ অক্টোবর। সম্প্রতি তিন জানালেন, তিনি মা হতে চলেছেন। সে সময় প্রথম আলোকে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রথমে দুই পরিবারকেই তাঁর দুজন জানিয়েছিলেন তাঁদের সম্পর্কের কথা। এরপর পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় তাঁদের। পরীমনি জানিয়েছিলেন, তিনি ঘটা করে আবার বিয়ের অনুষ্ঠান করবেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর গায়েহলুদের অনুষ্ঠান হয়। সে আসরের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। চলুন দেখি সেসব ছবি।
দুই তারকার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপস্থিতিতে পরী ও রাজের গায়েহলুদের অনুষ্ঠান হয়
শরিফুল আলম রাজ ও পরীমনি
শরিফুল আলম রাজ ও পরীমনি
গায়ে হলুদের অনুষ্ঠানে নির্মাতা চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি উপস্থিত ছিলেন।