কাজাখস্তান, বেলারুশ বিশ্বের গণতন্ত্রকামীদের আশা দেখায়, না শঙ্কা?

প্রথম আলো জাহেদ উর রহমান প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ০৭:৩৩

আমাদের কাছে কাজাখস্তান খুব পরিচিত দেশ নয়, কিন্তু অতি সম্প্রতি দেশটি সারা পৃথিবীর মতো আমাদের অনেকের নজর কেড়েছে। ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কাজাখস্তানের হাজারো মানুষের রাস্তায় নেমে আসা আমাদের শিক্ষিত মধ্যবিত্তের অনেকের মনে একধরনের চাঞ্চল্য তৈরি করেছে। কাজাখ জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষের এই অনুরণনের কারণটা অনুমেয়। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রাথমিক কারণ হলেও কাজাখ মানুষের মনে আছে দীর্ঘ সময়ের অপশাসনজনিত পুঞ্জীভূত ক্ষোভ।


কাজাখস্তান সংকট


মধ্য এশিয়ার কাজাখস্তান বিশাল দেশ, যা আয়তনে পৃথিবীর নবম বৃহত্তম (ভারতের চেয়ে সামান্য ছোট)। মাত্র ১ কোটি ৯০ লাখ মানুষের আবাসভূমি দেশটি জ্বালানি তেল, বিশেষ করে, প্রাকৃতিক গ্যাসে দারুণ সমৃদ্ধ। গ্যাসের প্রাচুর্যের কারণে সেই দেশের জনগণ তরল প্রাকৃতিক গ্যাস দিয়ে তাঁদের গাড়ি চালান। তেল বা গ্যাসে সমৃদ্ধ অনেক দেশের মতো কাজাখস্তানেও এই গ্যাসের দাম বৈশ্বিক মূল্যের তুলনায় অনেক কম রাখা হয়। কিন্তু সম্প্রতি সরকার এই ছাড় দেওয়া মূল্য থেকে সরে এসে মূল্য দ্বিগুণ করে ফেলে। এটাই মানুষকে প্রাথমিকভাবে ক্ষুব্ধ করে তোলে। পুরো দেশের মানুষ রাস্তায় নেমে আসে। প্রধান বাণিজ্যিক শহর আলমাটিও বিক্ষোভকারীদের ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us