রাজধানী ঢাকাসহ সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণ ঝরেছে। শুক্রবার মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ছুটির দিনে সড়কে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকায় দুই দুর্ঘটনায় নিহত হয়েছেন এক নারী ও তিন পুরুষ। এছাড়া নওগাঁ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, মাদারীপুর ও গোপালগঞ্জে সাতটি দুর্ঘটনায় প্রাণ গেছে ১০ জনের। তাদের মধ্যে একজন নারী ও নয়জন পুরুষ।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় রাজধানীর রামপুরায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা উল্টে যাওয়ার পর ট্রাকের চাপায় চালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশা চালক মো. রাজিব হাওলাদারের (৩৮) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রিয়ামতি গ্রামে। তিনি খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকায় স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন। ট্রাকটি আটকের পাশাপাশি সেটির চালক মাইনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম। নিহত রাজিবের বড় ভাই মিজান হাওলাদারের জানান, তার ভাই বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রামপুরা বাজার এলাকা থেকে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে পড়ে।