পরশু জাভি একপ্রকার বিদায়ই বলে দিয়েছিলেন উসমান দেম্বেলেকে। গতকাল কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের স্কোয়াডে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে বাদ দিয়ে আরেকটি পরিষ্কার ভাষায় ইঙ্গিত দিয়েছেন এ ব্যাপারে। এতেও যদি কারও সন্দেহ থেকে থাকে এ ব্যাপারে, সেটা বার্সেলোনার ফুটবল পরিচালক কাল দূর করে দিয়েছেন।
চুক্তি নবায়নে বার্সেলোনার প্রস্তাব মেনে না নিয়ে নিজেদের উচ্চাশা জানিয়েছিলেন দেম্বেলে ও তাঁর এজেন্ট মুসা সিসোকো। সে প্রস্তাব বার্সেলোনার এতটাই অপছন্দ হয়েছে যে তাঁকে সরাসরি ক্লাব থেকে বের হয়ে যেতে বলা হয়েছে কাল।