শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে উপাচার্য পদত্যাগের আন্দোলনে। তবে শুরুটা ঠিক এরকম ছিল না অর্থাৎ উপাচার্যবিরোধী ছিল না হয়তো। কিন্তু বর্তমানে যে অবস্থা ধারণ করেছে বা যে এক দফা দাবিতে এসে ঠেকেছে তা হলো উপাচার্যের পদত্যাগ।
ঘটনাটি ১৩ জানুয়ারির। ঘটনাটি খুব ছোট না হলেও এ পর্যন্ত আসার খুব বেশি কারণ ছিল না। হলের সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতা এবং নিজে হলে থাকার অভিজ্ঞতায় এতটুকু জানি যে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসে। কখনও কখনও সেটি হামাগুড়ি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যন্ত যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেখানেই সেটির নিষ্পত্তি ঘটে। তবে হলকে কেন্দ্র করে এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে হয়েছে। তার সবচেয়ে কাছের অতীতের প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্যাহ চৌধুরী।