করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই অমর একুশে গ্রন্থমেলার আয়োজন চলছে। যদিও গত বছরের মতো এবারও মেলা হওয়া নিয়ে সংশয়ে রয়েছেন প্রকাশক, লেখক ও সাহিত্যপ্রেমীরা।
মেলা শুরুর সময় পেছানো হয়েছে দুই সপ্তাহ। এরই মধ্যে জানানো হলো- মেলায় ঢুকতে হলে দেখাতে হবে টিকার সনদ। আজ শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও একই কথা জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যেখানে খেলাধুলা আছে সেখানে টিকা সনদের পাশাপাশি টেস্টের সনদও লাগবে। এগুলো বইমেলায়ও দেখাতে হবে।’