এবার বুঝি হাঁপ ছেড়ে বাঁচলেন ‘কল অফ ডিউটি’র প্লেস্টেশন গেইমাররা। মাইক্রোসফট অ্যাক্টিভিশন ব্লিজার্ড কিনে নেওয়ার ঘোষণা দেওয়ায় জনপ্রিয় গেইমটি খেলার সুযোগ হারানোর আশঙ্কায় ছিলেন সনি’র প্ল্যাটফর্মটির গেইমাররা। তবে, আশার বানী দিয়েছেন মাইক্রোসফটের গেইমিং প্রধান।
‘কল অফ ডিউটি’ ফ্র্যাঞ্চাইজের পরবর্তী গেইমগুলো কেবল মাইক্রোসফটের প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কায় নয়। তবে, সিরিজের বিদ্যমান গেইমগুলোর সনি’র প্লেস্টেশন প্ল্যাটফর্মে বহাল থাকছে– এমন ইঙ্গিতই দিয়েছেন মাইক্রোসফটের গেইমিং প্রধান ফিল স্পেন্সার।
‘কল অফ ডিউটি’ নিয়ে সনি’র কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানিয়েছেন স্পেন্সার। গেল সপ্তাহে সনি’র কর্মকর্তাদের সঙ্গে এই প্রসঙ্গে একাধিকবার ফোনে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।