বেইজিং অলিম্পিকের বিরুদ্ধে কূটনৈতিক বয়কটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, লিথুয়ানিয়া ও কসোভো। উল্লিখিত দেশগুলো তাদের অ্যাথলেটদের পাঠালেও অলিম্পিক আসরে যোগ দিবেন না শীর্ষ কোনো কর্মকর্তা বা মন্ত্রী।
আসছে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হওয়ার কথা বেইজিং উইন্টার অলিম্পিক এবং প্যারালিম্পিক। কিন্তু চীনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এরই মধ্যে চীনকে কূটনৈতিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে একাধিক দেশ; অর্থাৎ শীতকালীন অলিম্পিকে যোগ দিচ্ছেন না সেসব দেশের শীর্ষ নেতারা।
কিন্তু প্রশ্ন হচ্ছে, অলিম্পিক গেমস কিভাবে এতটা বিতর্কিত হয়ে উঠলো? কিন্তু তার আগে জানতে হবে অলিম্পিক গেমসের আসর ঠিক কত বড় এবং এর গুরুত্ব কতখানি।