ইউটিউবে প্রকাশ পাওয়া সংগীতের জনপ্রিয় প্ররিবেশনা কোক স্টুডিও। ভারত ও পাকিস্তানের পর প্ল্যাটফর্মটি কাজ করছে বাংলা গান নিয়ে; যার নাম ‘কোক স্টুডিও বাংলা’।
কিছুটা চুপিসারে চলছিল শুটিং। বিষয়টি নিয়ে কথা বলছেন না কেউই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করা বাদ নেই।
ফেসবুকে প্রকাশ পাওয়া কিছু ছবির কারণে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার আগেই দেখতে পাওয়া গেল ‘কোক স্টুডিও বাংলা’র লোগো এবং সেটের কিছু ডিজাইন।
সম্প্রতি ফেসবুকে পাওয়া একটি ছবিতে দেখা গেছে সংগীতশিল্পী লাবিক কামাল গৌরবকে। তার সঙ্গে রয়েছেন আরও একজন। তাদের পেছনেই দেখা গেল কোক স্টুডিও বাংলার লোগো।
এছাড়া গ্রে ঢাকার ম্যানেজিং ডিরেক্টর গাউসুল আলম শাওন ছবি পোস্ট করেছেন অর্ণব, তাহসানদের সঙ্গে। সেখানে দেখা গেছে সেটের কিছু ডিজাইন।
বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির স্টুডিতে চলছে এর শুটিং। কোমল পানীয় কোকাকোলার পৃষ্ঠপোষকতায় কাজটি করছে গ্রে ঢাকা।