আগামী চার বছরে দেশের লাইসেন্সধারী আইএসপিগুলোকে (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স) সারাদেশে ধাপে ধাপে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছাতে হবে। প্রথম বছরে ২৫ শতাংশ, দ্বিতীয় বছরে ৫০ শতাংশ, তৃতীয় বছরে ৭৫ শতাংশ এবং চতুর্থ বছরে ১০০ শতাংশ অঞ্চল নেটওয়ার্কের আওতায় আনতে বলা হয়েছে। ইন্টারনেট সেবাদাতাদের এই কার্যক্রমকে বলা হচ্ছে ‘রোল আউট অবলিগেশন’। নতুন বছরের প্রথম দিন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এটি সফল করতে না পারলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। যদিও বিভিন্ন পেশিশক্তির প্রভাবে বেঁধে দেওয়া সময়ে পুরো কাজ সম্পন্ন করার ব্যাপারে শঙ্কায় আইএসপিগুলো।
২০২০ সালের ১৪ ডিসেম্বর অনুমোদন পায় ‘আইএসপি রেগুলেটরি ও লাইসেন্সিং গাইডলাইন’। এতে বলা হয়, আইএসপিগুলোকে সারাদেশে কয়েক ধাপে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে হবে। একইসঙ্গে আইএসপিগুলোকে নতুন নিয়মে রূপান্তর করতে ২০২১ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় বিটিআরসি। পরে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।