অনেক সময় উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিয়েও আপনার ইন্টারনেট স্পিড কোন সমস্যার কারণে কিছুটা ধীর গতির হতে পারে। আপনার তখন জানার প্রয়োজন পড়ে যে, আপনার নেওয়া সেই নির্ধারিত স্পিড পাওয়া যাচ্ছে কি না অথবা মোবাইল ডাটার ক্ষেত্রে সেই টেলিকম আপনাকে কতটুকু স্পিড দিচ্ছে। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড অ্যাপের সাহায্যে, সহজেই ইন্টারনেটের গতি পরীক্ষা করতে পারবেন।
১. Speedtest by Ookla
এই অ্যাপটি দ্বারা আপনি আপনার মোবাইলে ডাউনলোড স্পিড, পিং এবং আপলোড স্পিড এর গতি শনাক্ত হতে পারবেন। এক্ষেত্রে আপনি যখন ইন্টারনেট স্পিড কম পাবেন, তখন অ্যাপ থেকে নেওয়া এসব তথ্যগুলো আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর কাছে শেয়ার করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার ইন্টারনেট স্পিড এর একটি বাস্তব চিত্র তার কাছে তুলে ধরতে পারবেন এবং এতে খুব সহজেই আপনার আইএসপি সমস্যাটি ধরে আমাকে দ্রুত সমাধান দিতে পারবে।