২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ভারতে বেকারের সংখ্যা অন্তত ৫ কোটি ৩০ লাখ। এদের একটি বড় অংশই নারী, যাদের অনেকে কাজ করার ইচ্ছা থাকলেও কোনো কারণে চাকরি খুঁজছেন না। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।
সিএমআইই জানিয়েছে, ভারতে বেকারদের মধ্যে সাড়ে তিন কোটি মানুষ চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আরও ১ কোটি ৭০ লাখ মানুষ কাজ করতে আগ্রহী হলেও খুব একটা জোর দিয়ে চাকরি খুঁজছেন না।