আইপিটিভি, ইউটিউব চ্যানেল ও অনলাইন পোর্টাল পরিচালনায় দেশের প্রচলিত নিয়ম এবং বিধি-বিধান সবাইকে মেনে চলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন, কেউ নিয়ম ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠনের (আ্যটকো) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা পত্রিকার অনলাইনগুলোকে অনুমোদন দিয়েছি। বিভিন্ন পত্র-পত্রিকা আমাদের কাছে অনলাইন হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছিল। আমরা সেটি দিয়েছি। সেখানে শর্ত ছিল, যেটা প্রিন্ট আকারে প্রকাশ করা হয় সেটাই শুধু যাবে। এর বাইরে কিছু যাবে না। সেখানে আবার ইউটিউব চ্যানেল যুক্ত করে দিয়ে নিউজ প্রচার করা কিংবা টক শো করার কথা নয়। যেহেতু এগুলোর অনুমোদন নেই, আ্যটকোর সুপারিশের ভিত্তিতে আমরা এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।