রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বাজে আচরণের শিকার হচ্ছেন বিদেশগামীরা। বিমানে ওঠার আগে বহির্গমনের ইমিগ্রেশনে এসে দীর্ঘ সারিতে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। তবে আগমনী ইমিগ্রেশনে এ অভিযোগ কম। যাত্রীরা বলছেন, বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের আন্তরিকতার ঘাটতি রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন পুলিশ সদস্যদের যাত্রীদের প্রতি আরও আন্তরিক হওয়ার অনুরোধ করেছে।
শাহজালাল বিমানবন্দরে বর্তমানে রাতে আট ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকায় দিনের বেলায় বেড়েছে যাত্রীর চাপ। এক ঘণ্টায় কয়েকটি ফ্লাইট একসঙ্গে উড্ডয়নের সূচি থাকলে বহির্গমন ইমিগ্রেশনে যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। আগমনী ইমিগ্রেশনে যাত্রীর চাপ থাকলেও এখানকার অব্যবস্থাপনা কিছুটা কম।