বুল্লি বাইয়ের পর এবার ক্লাবহাউস অ্যাপ, অশালীন ভাষায় আক্রমণ মুসলিম মহিলাদের

সংবাদ প্রতিদিন (ভারত) প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৯:১৮

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুল্লি বাই এবং বুল্লি বাই অ্যাপের (Bulli Bai App) চক্র ফাঁস করেও বন্ধ করা যাচ্ছে না একই ধরনের ঘৃণ্য অপরাধ। ফের মুসলিম মহিলাদের টার্গেট করে অত্যন্ত অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অশালীন সেই অডিও চ্যাট।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবার ক্লাবহাউস অ্যাপের (Clubhouse App) মাধ্যমে সংখ্যালঘু মহিলাদের টার্গেট করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় এক অজ্ঞাত পরিচিতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যার বিরুদ্ধে মুসলিম মহিলাদের অপমানজনক কথা বলার অভিযোগ উঠেছে। পুলিশ জানাচ্ছে, গত সোমবার ক্লাবহাউস চ্যাট অডিওটি রেকর্ড করা হয়েছিল। সেটাই পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কে বা কারা এর সঙ্গে যুক্ত, এই চ্যাটের শিকড় কতখানি গভীরে, তা জানার চেষ্টা করছে পুলিশ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us