বুর্জ খলিফার চূড়ায় দাঁড়িয়ে বিমান সেবিকা! ভিডিও দেখে চমকে গেল নেটপাড়া

সংবাদ প্রতিদিন (ভারত) প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১৯:১৫

ফের বিমানসংস্থা এমিরেটসের (Emirates Airline) বিজ্ঞাপন, ফের বুর্জো খলিফার (Burj Khalifa) চূড়ায় মডেল বিমান সেবিকা, ফের ভাইরাল ভিডিও (Viral Video)।


এর আগে গত বছরের আগস্ট মাসে বিমান সংস্থা এমিরেটসের একটি বিজ্ঞাপন প্রকাশ্যে আসে। ইউটিউবে (YouTube) ওই ভিডিওটি আপলোড হওয়া মাত্র ভাইরাল হয়েছিল। চমকে গিয়েছিলেন নেটিজেনরা। চমকানোই স্বাভাবিক, ওই বিজ্ঞাপনেই প্রথমবার দেখা গিয়েছিল পৃথিবীর সবচেয়ে উঁচু বাড়ির মাথায় এমিরেটসের এয়ারলাইনসের বিমান সেবিকা দাঁড়িয়ে আছেন।


সেবার বুর্জ খলিফার মাথার উপর যাঁকে দাঁড় করিয়ে বিজ্ঞাপন শুট করা হয়েছিল, তিনি তো আর বিমান সেবিকা নন। ভদ্রমহিলার নাম নিকোলো স্মিথ লুডভিক। পেশায় স্টান্টওম্যান। যে কোনও ধরনের অ্যাডভেঞ্চারে একপায়ে খাঁড়া। স্কাই ডাইভিং থেকে যোগা সবটাই জানা আছে নিকোলোর। এমন কারও পক্ষেই তো সম্ভব বুর্জ খলিফার মাথায় চড়ে বসা! 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us