শাবিপ্রবি: বেলা ১২টায় শেষ হচ্ছে আল্টিমেটাম, আমরণ অনশনের প্রস্তুতি

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ১১:৫৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে পদত্যাগে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটাম আজ বুধবার বেলা ১২টায় শেষ হচ্ছে।


এ সময়ের মধ্যে দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা দেওয়া শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন ক্যাম্পাসের গোলচত্বর ও উপাচার্যের বাসভবনের সামনে।


আন্দোলনকারী এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। তিনি বলেন, 'পুলিশের মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সারারাত ক্যাম্পাসে অবস্থানের পর শিক্ষার্থীরা এবার প্রতিবাদী কর্মসূচি হিসেবে আমরণ অনশন শুরুর প্রস্তুতি নিচ্ছেন।


গতকাল রাতে টানা ২ দিনের আন্দোলনের পর শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগে আজ বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশন শুরুর ঘোষণাও দেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us