করোনা পরীক্ষা: সরকারি-বেসরকারি দুদিকেই সংকট

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ০৮:২৩

গত রবিবার (১৬ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য মোহাম্মদপুরের জহুরি মহল্লায় অবস্থিত ব্র্যাকের বুথে নমুনা দিয়ে আসেন আনিক আহমেদ। অন্য সময় ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল এলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্তও ফল পাননি তিনি। এর একদিন আগে আজিমপুর মাতৃসদনে ব্র্যাকের বুথে নমুনা দিয়েছিলেন অরণ্য। তার ফলাফলও পাননি এখনও।


দেশে করোনা পরিস্থিতির চিত্র পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে নমুনা পরীক্ষার ফল আসতেও দেরি হচ্ছে। কারণ নতুন ঢেউ হানা দেওয়ার সঙ্গে বেড়েছে নমুনা পরীক্ষার হিড়িক। সঙ্গে যোগ হয়েছে লোকবল সংকট।


দেশের করোনা পরীক্ষার জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে আরটি পিসিআর ল্যাব আছে ১৫৩টি, জিন এক্সপার্ট টেস্ট ল্যাব আছে ৫৭টি। এসব ল্যাবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের সুবিধাও আছে। পাশাপাশি আরও ১০০টি বেসরকারি প্রতিষ্ঠানকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে। এ টেস্ট করতে সময় লাগে সর্বোচ্চ ২৫ মিনিট। আর বর্তমানে পিসিআর টেস্টের ফলাফল পেতে লেগে যাচ্ছে ৩-৪ দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us