২০১৭ সালের আগস্টে প্রথম দফায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসোত্তোর ছুটিতে থাকা অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। ২০২১ সালের ৩০ জুন একই পদে তাকে পুনঃনিয়োগ দেন রাষ্ট্রপতি। দুই মেয়াদে প্রায় সাড়ে তিন বছর বড় কোনো ক্ষোভের মুখে পড়তে হয়নি এই শিক্ষক নেতাকে। যদিও তার মেয়াদকালের একটা বড় সময়ই করোনার কারণে বন্ধ ছিল ক্যাম্পাস।
দ্বিতীয় দফায় উপাচার্যের দায়িত্ব গ্রহণের প্রায় ছয় মাস পর এবার প্রথম বড় ধরনের ছাত্র বিক্ষোভের মুখে পড়লেন ফরিদ উদ্দিন আহমদ। এবার রীতিমতো তার পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিতও ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এই বিক্ষোভ শুরু গত বৃহস্পতিবার রাত থেকে। বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের বিভিন্ন অব্যবস্থাপনা ও হল প্রভোস্টের বিরুদ্ধে আন্দোলনে নামেন ওই হলের ছাত্রীরা। প্রভোস্টের পদত্যাগসহ ৩ দফা দাবি জানান তারা। তবে রোববার তা পরিণত হয় এক দফা দাবিতে—উপাচার্যের পদত্যাগ। এক হলের সমস্যা নিয়ে আন্দোলন এখন রূপ নিয়েছে উপাচার্যবিরোধী আন্দোলনে।