জরিপের ফলাফলে দেখা গেছে, চীনের মতো বেশ কিছু স্বৈরতান্ত্রিক রাষ্ট্রেই সরকারের উপর জনগণের আস্থার মাত্রা ক্রমবর্ধমান।
বিশ্বব্যাপী যেভাবে করোনা মহামারি পরিস্থিতি সামলানো হয়েছে, এবং অর্থনৈতিক মন্দার মাত্রা যে হারে বেড়ে চলেছে, তাতে করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনাকারী সরকারগুলোর উপর জনগণের আস্থা তলানিয়ে গিয়ে ঠেকিয়েছে। এমন তথ্যই উঠে এসেছে এক সাম্প্রতিক বৈশ্বিক জরিপে।
দ্য এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার নামের একটি সংস্থা এই জরিপটি চালিয়েছে। তারা গত দুই দশকে হাজার হাজার মানুষকে নিয়ে জরিপ করে দেখেছে সরকার, গণমাধ্যম, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও এনজিওগুলোর উপর তাদের আস্থার মাত্রা কেমন। সেখানে দেখা গেছে, চীনের মতো বেশ কিছু স্বৈরতান্ত্রিক রাষ্ট্রেই সরকারের উপর জনগণের আস্থার মাত্রা ক্রমবর্ধমান।