সদ্য প্রকাশিত এক রিপোর্ট অনুসারে প্রতিদিন প্রায় ২শ কোটি মানুষ নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন। প্রত্যেক মিনিটে প্রায় ৫০০ ঘণ্টারও বেশি স্ট্রিম হয় এই প্ল্যাটফর্মে। ফলে বিশাল এই প্লাটফর্ম থেকে বেশি বেশি আয় করার সুযোগও রয়েছে।
আজ আপনাকে জানাবো ইউটিউব থেকে আয় করার বিস্তারিত নিয়ম-
কনটেন্ট তৈরি
সবার আগে বেছে নিতে হবে কোন বিষয় আপনি কাজ করতে চান। আপনার পছন্দ করা কনটেন্ট আপনার নিজের কাছে কতটা ক্লিয়ার? এরপর সেই নির্দিষ্ট বিষয়টির উপরে তৈরি করুন ভিডিও। আপনার কনটেন্ট যদি একটি নির্দিষ্ট বিষয়ের উপর হয় এবং ভালো হয়, তাহলে দর্শক আপনার ভিডিও দেখবে।
ভিডিওর কোয়ালিটি
ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে, মানুষের দেখার আগ্রহ ততই বাড়বে। শুরুতে একটি ভালো ক্যামেরা, আলো, মাইক্রোফোন একটি প্রফেশনাল ভিডিও তৈরির জন্য যথেষ্ট। এরপর আরো ইলেকট্রনিকস জিনিস কিনতে পারেন।