১০ নির্মাতার ৮ জনই নারী

প্রথম আলো প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ১৭:১৬

প্রতিবছর হাজার হাজার নির্মাতা চলচ্চিত্রের অঙ্গনে নাম লেখান। এর মধ্যে খুব কমসংখ্যক নির্মাতা শেষ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণ করে প্রতিষ্ঠা পান। ২০২২ সালে পরিচালক হিসেবে নিজেদের এগিয়ে নেবেন, এমন ১০ জন নির্মাতার তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি। তাদের হিসাবে, ২০২২ সালে এই নির্মাতাদের দিকে বিশ্ব গণমাধ্যমের চোখ থাকবে। তাদের প্রকাশিত তালিকায় স্থান পাওয়া বিশ্বের ১০ নির্মাতার ৮ জনই নারী।


উঠতি এই তরুণ নির্মাতাদের মধ্যে ৫ জনই এ বছর স্যানডেন্স চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিলেন। কারও প্রথম সিনেমা। কারও সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা। এ ছাড়া কান, ভেনিসসহ বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত, প্রশংসিত হওয়া নির্মাতারা রয়েছেন এই তালিকায়। এই নির্মাতাদের সিনেমার গল্প চলমান বিশ্বের প্রতিচ্ছবি। পারস্পরিক দ্বন্দ্ব, গর্ভপাত, গৃহবন্দীসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। এই ১০ পরিচালককে পাম স্প্রিরিংস চলচ্চিত্র উৎসবে সম্মাননা জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us