শীতকাল মানেই ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়া। তাইতো ত্বকের যত্নে কমবেশি আমরা সবাই শীতে গ্লিসারিন ব্যবহার করে থাকি। রুক্ষ শুষ্ক ত্বককে কোমল ও মসৃণ করতে গ্লিসারিনের জুড়ি মেলা ভার। গ্লিসারিন ত্বককে আর্দ্র ও প্রাণববন্ত রাখে।
তবে জানেন কী শীতকালে ত্বকের যত্ন নেয়ার পাশাপাশি গ্লিসারিন চুলেরও খেয়াল রাখে। চুলের জট ছাড়াতে যেসব প্রসাধনী বাজারে ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে ডিট্যাঙ্গলিং লিক্যুইড নামক একটি উপাদান থাকে। যার প্রধান উপাদান হিসেবে থাকে গ্লিসারিন। সুতরাং চুল নরম ও উজ্জ্বল রাখার পাশাপাশি চুলের নানা শীতকালীন সমস্যা প্রতিরোধে কার্যকরী গ্লিসারিন।