নতুন প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) সদ্য সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন। বাংলাদেশ ব্যাংকের মতে তিনি একজন ইচ্ছেকৃত ঋণখেলাপি। কর্মচারীদের অপব্যবহার করে জাল কোম্পানি খোলার মাধ্যমে নিজ ব্যাংকের ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।
ঋণ জালিয়াতির জন্য বিশেষ পরিচিত আরেকজন হলেন ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন। বহুল আলোচিত পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএস) কোম্পানির পতনে তার ভূমিকাও সর্বোপরি। এসবিএসি'র অর্থ আত্মসাতে মোয়াজ্জেমও ছিলেন আমজাদের সহযোগী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সর্বশেষ তদন্তে জালিয়াতির বিষয়টি পাওয়া গেছে এবং সেই ফলাফলের ভিত্তিতে সোমবার (১৭ জানুয়ারি) আমজাদ ও মোয়াজ্জামের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক।