মুসলিম হত্যাযজ্ঞের উসকানি দেওয়া সেই ভারতীয় পুরোহিত জেলে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ২০:৩৯

কট্টর জাতীয়তাবাদী হিন্দুদের এক জনসভায় ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের 'গণহত্যা' করা উচিত মন্তব্য করা হিন্দু পুরোহিত যতি নরসিংহানন্দ গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই সভায় তিনি এমন ধর্মীয় সহিংসতার উসকানিমূলক মন্তব্য করেন বলে পুলিশ জানায়।


জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা স্বতন্ত্র কুমার বলেন, তিনি অতি-ডানপন্থী জাতীয়তাবাদীদের একজন কট্টর সমর্থক। তিনি একটি হিন্দু মন্দিরের প্রধান ছিলেন। তাঁকে শনিবার গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগে ছিল, তিনি নারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। পরদিন তিনি হরিদ্বার শহরের একটি আদালতে হাজির হন। সেখানে তাঁকে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য এবং তাদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানোর জন্য ১৪ দিনের হেফাজতে পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us