পাতাজোড়া স্পাইডি। তবে পরনে নেই মাকড়শার জাল বিছোনো সেই চেনা লাল-নীল পোশাক। বরং কালো স্যুটে পা থেকে মাথা আঁটা। নেই সেই মায়ালু মনও। বরং পেশি ফুলিয়ে যেন নিজের শয়তানি শক্তি পরীক্ষা করছে। এ আসলে ‘ফ্রেন্ডলি নেবারহুড’ স্পাইডি-র আর এক রূপ ভেনোম। সম্প্রতি পাতাজোড়া স্পাইডারম্যানের সেই দুষ্টু চরিত্র ভেনোম বিকোল বিপুল অঙ্কে।
১৩ জানুয়ারি আমেরিকার ডালাসে হেরিটেজ অকশনস-এর চার দিনের একটি ইভেন্ট ছিল। প্রথম দিনেই নিলামে বাজিমাত ভেনোমের!
১৯৮৪ সালের স্পাইডারম্যান সিরিজের একটি কমিক্স বইয়ের পাতায় আঁকা ভেনোমের দর হু হু করে উঠেছে। নিলাম শুরু হয়েছিল ৩ লক্ষ ৩০ হাজার ডলার দিয়ে। তবে এক সময় তা ৩০ লক্ষ ডলারে পৌঁছে যায়। শেষমেশ তা বিকিয়েছে ভারতীয় মুদ্রায় ২৪ কোটি টাকায়!