ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের ব্যাংক হিসাব ও সম্পত্তির তথ্য দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত নিযুক্ত পরিচালনা পর্ষদকে ইভ্যালির নিজস্ব ব্যাংক হিসাবে থাকা ২ কোটি ৩৫ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে তা কোম্পানির স্বার্থে ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।
এক আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া ইভ্যালির ২২টি গাড়ি বিক্রি বা ভাড়া দেওয়ার জন্য ইভ্যালির পরিচালনা পর্ষদকে অনুমতি দেওয়া হয়েছে।