একদিনের ব্যবধানে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার মানুষ। যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ কম।
দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭৩ লাখে। এর মধ্যে করোনার অতি-সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ৮ হাজার ২০৯ জন রোগীও আছেন। দেশটির ২৯টি রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত হয়েছে।