উইন্ডোজ ১১তে মোবাইল হটস্পট চালুর জন্য তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না। বিল্ট-ইন এই মোবাইল হটস্পট দিয়ে কম্পিউটারের সঙ্গে যুক্ত ইন্টারনেট সংযোগ একাধিক যন্ত্রে ব্যবহার করা যাবে।
মোবাইল হটস্পট চালুর জন্য টাস্কবারের ব্যাটারি, ভলিউম অ্যান্ড নেটওয়ার্ক আইকনে থাকা কুইক সেটিংস ফ্লাইআউটটি খুলুন। আপনি চাইলে কি-বোর্ডের উইন্ডোজ কী এবং এ বাটন একসঙ্গে চাপলেও এটি খুলবে। এবার মোবাইল হটস্পট বাটনে ক্লিক করে অন করতে হবে।