Abhishek Banerjee: তিন দিনের গোয়া সফরে অভিষেক, চূড়ান্ত হতে পারে  প্রার্থিতালিকা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ১০:৫২

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভা নির্বাচন। সেই লড়াইয়ে সমানে সমানে টক্কর দিতে কোমর বেঁধেছে বাংলার শাসকদল তৃণমূল। তাই দলের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার বিকেলের বিমানে গোয়া রওনা দিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


৪০ আসন বিশিষ্ট বিধানসভার বহু আসনে প্রার্থী দেবে তৃণমূল। এই লড়াই তৃণমূল ময়দানে নামাবে গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। প্রথম জন দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা রাজ‌্যসভার সাংসদ লুইজিনহো ফেলেরিও। দ্বিতীয় জন চার্চিল আলেমাও। উভয়েই গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন। তা ছাড়াও এই ভোটে তৃণমূলের হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে পারেন প্রাক্তন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তাই প্রার্থিতালিকা চূড়ান্ত করতে তিন দিনের সফরে গোয়া যাবেন অভিষেক। ১৭-২০ জানুয়ারি গোয়ায় থেকে বহু ঘরোয়া বৈঠকে অংশ নেবেন তিনি। তার পরেই প্রার্থিতালিকা ঘোষণা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলেই সূত্রের খবর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us