উত্তর কোরিয়া তাদের রাজধানী পিয়ংইয়ংয়ের বিমানবন্দর থেকে দু’টি স্বপ্ল-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।
সোমবার ছোড়া ক্ষেপণাস্ত্র দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এই নিয়ে চলতি মাসে এ পর্যন্ত চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
জাপান সরকারও এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছে। একে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো।