মাইলের পর মাইল লম্বা রেললাইন। এর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে হাজার হাজার পরিত্যক্ত কাগজের বাক্স, প্যাকেট ও পণ্যের মোড়ক। এর মাঝ দিয়ে চলছে ট্রেন। দৃশ্যটি দেখলে কোনো গরিব দেশের কথা হয়তো প্রথমে মাথায় আসবে। তবে যদি বলা হয়, এই ঘটনা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের, তাহলে তো অবাক হতেই হয়!
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গত শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, পরিত্যক্ত এসব কাগজের বাক্স, প্যাকেট ও পণ্যের মোড়ক রেললাইনে ফেলে গেছে চোরের দল। পণ্যবাহী ট্রেন থেকে চুরির পর দামি মালামাল নিয়ে গেছে তারা। ফেলে গেছে মোড়ক। কী নেই সেখানে, বিশ্বখ্যাত পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান ইউপিএস, আমাজন, ফেডএক্সের মোড়কও আছে। তা জমতে জমতে ভরে গেছে চারপাশ। চুরি ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।