মিয়ানমার শান্তি আলোচনায় সু চির উপস্থিতি ‘অপরিহার্য’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ১৮:৪৫

জান্তা শাসিত মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কোনও ধরনের শান্তি আলোচনায় দেশটির দণ্ডিত নেত্রী অং সান সু চির উপস্থিত থাকা অপরিহার্য বলে মনে করে ফিলিপিন্স।


রোববার ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী তিওদোরো লোকসিন একথা বলেন।


গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সু চির দল নেতৃত্বাধীন মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। বন্দি করা হয় সু চিকে।


গত সপ্তাহে মিয়ানমারের একটি আদালত সু চিকে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং ব্যবহারের মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছে।


তার আগে গত ডিসেম্বরে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেওয়া এবং করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে এক মামলায় সু চির চার বছরের কারাদণ্ড হয়। পরে তা কমিয়ে দুই বছর করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us