শুল্ক ফাঁকির অভিযোগে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদকে দেওয়া নিম্ন আদালতের সাজা বহাল রেখেছিলেন হাইকোর্ট।
তবে সাজা বহাল থাকলেও হারুনকে নতুন করে কারাভোগ করতে হবে না। কারণ এ মামলায় তিন আসামি যে ১৬ মাস করে কারাভোগ করেছেন তাকেই সাজার মেয়াদ হিসেবে গণ্য করেছেন হাইকোর্ট।
সম্প্রতি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সর্বোচ্চ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিদের সইয়ের পর ৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।