কাওয়ালী সুফী দর্শনের সঙ্গে সম্পর্কিত। সুফি দর্শনে পরম সত্যের স্মরণ এবং তার মাধ্যমে বাহ্যিক অস্তিত্বকে নিজের সাধনার দিকে আরও মনোনিবিষ্ট করবার জন্য সঙ্গীত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
কাওয়ালী সুফী দর্শনের সঙ্গে সম্পর্কিত। সুফি দর্শনে পরম সত্যের স্মরণ এবং তার মাধ্যমে বাহ্যিক অস্তিত্বকে নিজের সাধনার দিকে আরও মনোনিবিষ্ট করবার জন্য সঙ্গীত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রথমদিক থেকে সুফীদের সাধনার মধ্যে সামা নামের একটি অনুষ্ঠান প্রচলিত ছিল। সাধারণত সন্ধ্যার পর সুফীদের খানকা শরীফে তাদের সাধনার সঙ্গে সম্পর্কিত বাণী (এই বাণীকে 'কওল' বলা হয়, এটি একটি আরবি শব্দ) বারবার উচ্চারণ করে, কখনো কখনো এর সঙ্গে ভাবে অবলুপ্ত হয়ে সুফীরা তাদের সাধনাকে মনোনিবিষ্ট করবার জন্য এই অনুষ্ঠান করতেন। অনুষ্ঠানটি মধ্য ইরাকে, মিশরে, মরক্কোতে সুফিদের মধ্যে প্রথম থেকেই প্রচলিত ছিল। এই ধারণাটিই পরবর্তীকালে ভারতবর্ষের নির্দিষ্ট স্থানীয় ভাবনা-চিন্তা, দর্শন এবং সঙ্গীতের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর সঙ্গে সংযুক্ত হয়। সামার ধারণাটিই ভারতবর্ষে এসে সুনির্দিষ্ট রূপ লাভ করে, যা বর্তমানে কাওয়ালী নামে পরিচিত।