শাকিবের ওপর হামলার পরও এফডিসিতে এত বহিরাগত কেন?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ১৭:৫৮

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি হলো দেশীয় চলচ্চিত্রের প্রধান কেন্দ্র। যুগ যুগ ধরে এই স্থানটিকে ঘিরে প্রসারিত হয়েছে ঢাকার রূপালি জগত। এফডিসি মানেই তারকাদের আনাগোনা, সিনেমার শুটিং। এটি রাষ্ট্রীয়ভাবে একটি কেপিআইভূক্ত এলাকা। অর্থাৎ এখানে সংশ্লিষ্ট মানুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারে না।


কিন্তু সম্প্রতি এফডিসিতে বহিরাগত মানুষের আনাগোনা বেড়েছে। বিকেল থেকে রাত অব্দি শত শত বহিরাগত অবলীলায় প্রবেশ করছে, এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছে। যা নিয়ে অনিরাপত্তায় ভুগছেন তারকারা।


আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ উপলক্ষে এফডিসিতে এখন তারকাদের হাঁট বসেছে। প্রতিদিনই একঝাঁক তারকার আনাগোনা থাকছে সিনেমার আঁতুড়ঘরে। তারা নির্বাচন নিয়ে আলোচনা করছেন, প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এর মধ্যে অজ্ঞাত, বহিরাগত মানুষের ভিড় দেখে আতঙ্ক অনুভব করছেন তারকারা। কোনো দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কাও করছেন কেউ কেউ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us